নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৯টি প্রতিষ্ঠানকে ভিন্ন-ভিন্ন অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল সদরের শিল্পকলা চৌরাস্তা মোড়, পুরাতন বাস টার্মিনাল ও রূপগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। নোংরা পরিবেশ, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিক্স, খাবারে খবরের কাগজ ব্যবহার, আমদানীকারকের সিল না থাকার অপরাধে প্রতিষ্ঠানগুলোকে ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে সদর থানার পুলিশ সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত