হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : ১৬ ফেব্রুয়ারি নড়াইল জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল। দীর্ঘ ৮ বছর পর রোবববার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হচ্ছে। এ কাউন্সিলকে কেন্দ্র কওে দলের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। রাজনীতির মাঠ সরব হয়ে উঠেছে। প্রার্থীরা ছুটছেন কাউন্সিলরদের বাড়ি বাড়ি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জাহাঙ্গীর বিশ্বাসকে সভাপতি ও মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়। এরপর আর নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে রোববার (১৬ ফ্রেবুয়ারি)সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি যুক্ত হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে উদ্বোধন করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ডজন খানেক নেতা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলা বিএনপি’র অন্যতম নেতা এ্যাডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন।
সম্মেলনে নির্ধারিত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমেছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভঅপতি আলহাজ্জ্ব জাহাঙ্গীর বিশ্বাস (চেয়ার), জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল (মোটরসাইকেল)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (দেওয়ালঘড়ি), বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ (আনারস) এবং এ্যাডভোকেট কামরুল ইসলাম ( ছাতা ) মার্কা।
সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান (গোলাপফুল), যুগ্ম সম্পাদক এ্যাড. মাহাবুব মোর্শেদ জাপল (তালা), ও খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত শুক্রবার সন্ধ্যায় সাংগঠনিক সম্পাদক পদের একজন প্রার্থী এস এম ফেরদৌস রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থিতা প্রত্যাহার করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতানকে সমর্থন জানিয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিজ্ঞ পিপি এডভোকেট আব্দুল হক বলেন,সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আশা করা যায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে (ইনশাআল্লাহ)। এদিকে স্থানীয় নির্বাচন বিশ্লেষক এমএইচ কবীর জানান, বর্তমানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা দ্বায়িত্ব পালন করছেন,তারাই পুনরায় নির্বাচিত হবেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায়ই আসতে পারবেন না।
নড়াইল জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে রাজনীতির মাঠ সরব
![](https://dainikjanmobhumi.com/wp-content/uploads/2025/02/15-02-2025-17-330x220.jpg?v=1739615054)
Leave a comment