
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল জেলা পরিষদ’র প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য খোকন সাহা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হতে চান। শনিবার (২৫ মে) সকালে এক সাক্ষাতকারে তিনি এ তথ্য জানিয়েছেন। এ পদ প্রত্যাশী হয়েছেন প্রায় ডজন খানেক প্রার্থী। তবে তাদের মধ্যে জেলা পরিষদ’র প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের অন্যতম সদস্য খোকন সাহা অন্যতম জনপ্রিয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্ব। বিপুল ভোটের ব্যবধানে তিনি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন।
জনপ্রিয় এ রাজনৈতিক নেতাকে নড়াইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান স্থানীয় ও কেন্দ্রিয় যুবলীগের অনেক নেতা। তারা নানাভাবে তার পক্ষে প্রচার প্রচারনা করছেন। বিগত দিনে ছাত্রলীগকে সুসংগঠিত করতে তার অবদানের কথা এবং রাজনীতির মাঠে তার ত্যাগের কথা তুলে ধরছেন। ছাত্রলীগের রাজনীতি’র মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে পা রাখেন। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ’র নির্বাচিত জিএস ছিলেন। নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও জেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে বাবা বিনোদ সাহা ও মাতা রেখা সাহা’র ঘর আলো করে ১৯৭৭ সালের ৮ অক্টোবর জন্মগ্রহন করেন। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তরুন সমাজসেবক খোকন সাহাএলাকার মসজিদ, মাদরাসা, মন্দির, কবরস্থান,শ্মশান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়ে থাকেন। উচ্চ শিক্ষিত হলেও একজন নিরহংকার মানুষ হিসেবে জেলা ব্যাপি তার অনেক সুনাম রয়েছে। রাজনীতি করতে গিয়ে তিনি অসংখ্যবান হামলার শিকার হয়েছেন। দলীয় একটি প্রতিপক্ষের হিংসা ও আক্রোশের কারনে নিজেকে রাজনৈতিক অঙ্গনে আরোও সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেননি। অপরদিকে বিরোধি দলের বিভিন্ন অপরাজনীতি ও অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে বার বার জীবনের ঝুকি নিয়েছেন। সে হিসেবে স্থানীয় যুবলীগ নেতা-কর্মীদের অনেকেই মনে করছেন জেলা যুবলীগকে সুসংগঠিত করতে তাকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক করা হতে পারে।
সাক্ষাতকারে জেলা যুবলীগ সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা বলেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক থাকাকালে যে ভাবে দলকে এগিয়ে নিয়েছিলেন, যুবলীগের দ্বায়িত্ব পেলে সে ভাবেই দলকে এগিয়ে নেয়ার সর্বাত্নক চেষ্টা করবেন।
প্রসঙ্গত: আগামী ২৮ মে ২০২৪ মঙ্গলবার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯৫ সালের পর ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনকে ঘিরে নড়াইলের যুবলীগ নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যম ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে অনেকেই বড় দু’টি পদে প্রার্থীতা ঘোষনা দিয়েছেন। তাদের কেউ কেউ স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে লবিং গ্রুপিং করছেন কাংখিত পদটি পেতে।