
নড়াইল প্রতিনিধি : নড়াইল-মাগুরা সীমান্ত এলাকায় জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন কমবেশি আহত হয়েছেন। মাগুরা-২ আসনে মনোনয়ন পাওয়া না-পাওয়া নিয়ে বিএনপির নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ সংঘর্ষ হয়। গতকাল মঙ্গলবার সকালে মাগুরার মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও নানা ইস্যুতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর, মশাখালি ও এ দু’ গ্রাম সংলগ্ন নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রামের দু’পক্ষের বিরোধ বেশ আগে থেকেই লেগে আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিবাদমান দু’টি পক্ষের মধ্যে মশাখালী গ্রামের তৌহিদ মেম্বার ও মোবারকপুরের কাইজার মোল্যা’র নেতৃত্বাধিন গ্রুপ বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী’র পক্ষ নেয়। অপরদিকে বিপরীত পক্ষে মোবারকপুরের নজরুল মোল্যা, মশাখালির আলমগীর ফকিরের নেতৃত্বাধিন গ্রুপ রবিউল ইসলাম নয়ন এর পক্ষ নেয়। এ অবস্থায় গতরাতে বিএনপি ২৩৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করলে মাগুরা ২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মনোনয়ন লাভ করলে দু’পক্ষে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। এতে দু’পক্ষের ৩ জন আহত হয়। এর জেরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি আব্দুর রহমান সংঘর্ষের বিষয় নিশ্চিত করে বলেন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত