
মোঃ বাবর আলী, নড়াইল : টানা চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন নড়াইল ১ আসনের কালো মানিক খ্যাত নেতা বি এম কবিরুল হক মুক্তি।
এ নিয়ে তিনি আওয়ামী লীগের হ্যাটট্রিক সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন।
এ এছাড়াও নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে নৌকা এবং ধানের শীষ প্রতীক কে হারিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
বি.এম কবিরুল হক মুক্তি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর একান্ত ঘনিষ্ঠ সহচর এবং স্বাধীন বাংলার প্রথম সংসদ সদস্য এখলাস উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র।
নবম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে নড়াইল ১ আসনে ব্যাপক উন্নয়ন করার ফলে জননেতা থেকে জনপ্রিয় জননেতায় পরিচিতি লাভ করেন।
তার উন্নয়নের উল্লেখযোগ্য কর্মকাণ্ডলো, মধুমতী নদীর উপর চাপাইল সেতু নির্মাণ, কালিয়া থেকে নড়াইলগামী সড়ক প্রশস্ত ও উন্নতিকরণ, চাচুরি বাজার থেকে জামরিলডাঙ্গা খেয়াঘাট পর্যন্ত এখলাস উদ্দিন আহমেদ সড়ক নির্মাণ, কালিয়ায় শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ সরকারীকরণ, কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণ, কালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপন, নবগঙ্গা নদীর উপর একলাজ উদ্দিন আহমেদ সেতু নির্মাণ (নির্মাণাধীন), বিভিন্ন স্কুল এবং কলেজ এর নতুন ভবন নির্মাণ সহ এলাকার প্রান্তিক পর্যায়ের রাস্তাঘাট উন্নয়ন।
বি এম কবিরুল হক মুক্তি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মিল্টন মোল্লাকে ১৩০৪৪৭ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন।
লাঙল প্রতীকের প্রার্থী মিল্টন মোল্লা পেয়েছেন ৩৭৫৮ টি ভোট। আর নৌকা প্রতীকের বি এম কবিরুল হক পেয়েছেন ১ লাখ ৩৪, ২০৫টি ভোট।
এছাড়াও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক পেয়েছেন ৮৮১, মাথাল পথিকের স্বতন্ত্র প্রার্থী শিকদার সাহাদত হোসেন দুলু ১০৩১, তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ প্রতীকের শ্যামল চৌধুরী ৫৭৩, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের নজরুল ইসলাম২৭৬০, জাতীয় পার্টি জেপি’র শামীম আরা পারভীন বাইসাইকেল প্রতীকে ৫১৩ টি ভোট পেয়েছেন।
নড়াইল ১ আসনের মোট ভোটার সংখ্যা ছিল ২৭৫৪০৩জন ভোট পড়েছে ১৪৩৭১১টি।
বিজয়ের পর কর্মী সমর্থকদের ভালোবাসায় ফুলেল শুভেচ্ছা হচ্ছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। তিনি কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।