
হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইল-২ আসনে হিন্দু ও আওয়ামী ভোটারদের কদর বেড়েছে। হিন্দু ও আওয়ামী ভোট ম্যানেজ করে জামায়াতে ইসলামী কাংখিত লক্ষ্যে পৌছাতে চায়। এ আসনে জামাতের প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন আতাউর রহমান বাচ্চু। অপরদিকে বিএনপি চায় যোগ্য প্রার্থী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মনিরুল ইসলামকে দিয়ে জমাতের প্রার্থীর মোকাবেলা করতে। পূর্বের তুলনায় জামাতের ভোট বেড়েছে। তবে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মনিরুল ইসলামের আকাশ ছোয়া জনপ্রিয়তার কাছে জামাতের প্রার্থী টিকবে না। এমনটাই জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। তবে একাধিক জামাত নেতা এ আসনে তাদের প্রার্থীর বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে হিন্দু ভোট ও আওয়ামী ভোট পাওয়ার প্রত্যাশার ইঙ্গিত দিয়েছেন। একই ভাবে আওয়ামী লীগের একাধিক নেতা জামাত ইসলামী’র প্রশংসা করে বলেছেন,আর যাই হোক জামাত নেতা-কর্মীরা আওয়ামী লীগের কোন নেতা-কর্মীর নামে মামলা দেয়নি। কারো বাড়িতে হামলা করেনি। ভয় ভীতি দিয়ে কোন অনৈতিক সুবিধা নেয়নি। যদিও তারা ভোট নিয়ে সুস্পষ্ট কোন বক্তব্য দেয়নি। তবে অনেক সাধারণ জনগন বলেছেন ১৯৭১ সালের কথা বিবেচনা করলে মানুষ জামাতে ভোট দিবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের কৌতুহলের শেষ নেই। আদৌ ফেব্রুয়ারিতে ভোট হবে কি-না? ভোট সুষ্ঠু হবে কি-না? আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে কি-না? গেলে কোন দলকে ভোট দিবে? কারা জিতবে? বিএনপি দলের প্রার্থী না দিয়ে জোটের বা ভাড়াটে প্রার্থী দিলে তাতে নির্বাচনে কি ধরনের বিপর্যয় ঘটতে পারে ? এমন হাজারো প্রশ্ন সাধারণ ভোটার ও সচেতন মহলের। আর সেই সাথে চলছে আলোচনা সমালোচনা। জামাত ও বিএনপি’র প্রার্থীদের সম্পর্কে করা হচ্ছে চুলচেরা বিশ্লেষন। চা’য়ের দোকানের রাজনীতি যেন পূর্নতা পেয়েছে এ নির্বাচনকে ঘিরে। নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়ন,নড়াইল পৌরসভা,লোহাগড়া পৌরসভা ও লোহাগড়ার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত