লোহাগড়া প্রতিনিধি : নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার দলীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুভাষ চন্দ্র বোস। খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পূর্বে নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী এডভোকেট গোলাম নবী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দি, উপজেলা মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, আশরাফুল আলম, এম এম রাশেদ হাসান, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান সিকদার কামরান আহম্মদ, সরদার ওহিদুজ্জামান, রুবেল শেখ, রাজিয়া সুলতানা চামেলি, শিকদার জিয়াউর রহমান, এস এম আহাদুজ্জামান ডলার, কে এম ফেরদৌস তপুসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত