নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট হতে মনোনয়ন প্রত্যাশী এনপিপি’র চেয়ারম্যান এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ গণসংযোগ শুরু করেছেন। ড়শ শনিবার বিকেলে তিনি নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বাজার, হাড়িগড়া বাজার ও হবখালী বাজারসহ এ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন এনপিপি জেলা কমিটি’র সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, হাফিজুর রহমান, বদিয়ার রহমান, শরীফ মুনির হোসেন। এছাড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি আছাদুজ্জামান জামান ও আকরামুজ্জামান মিলু, নুরল হক, সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল, খন্দকার কিয়ামুল হাসান, রিয়াজুল ইসলাম টিংক, সালেহা পারভিন প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত