
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল -২ আসনে ( নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৮ জন। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সর্বোচ্চ সংখ্যক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করায় জেলা জুড়ে সরব আলোচনার সৃষ্টি হয়েছে। এখন অপেক্ষার পালা, কে হচ্ছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের কান্ডারী।
নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্যও আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত একই আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের আরও মনোনয়ন প্রত্যাশী ১৮ জন। এই আসনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে হাইকমান্ডকে বেগ পেত
হবে বলে ধারনা নড়াইলের রাজনৈতিক বোদ্ধাদের।
সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত এই আসনে মনোনয়ন জমা দেওয়া ১৮ জন প্রার্থী হলেন, আ’লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা, নড়াইল জেলা আ’লীগের সহ-সভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী, জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. সৈয়দ আইয়ুব আলী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু, জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু’সহ মোঃ রাশেদুল বাসার ডলার, মলয় কুমার কুন্ডু, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম, এ্যাড. মোঃ তরিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান তাপস, পলাশ হাজরা, কাজী জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন কনক, মোহাম্মদ মনির হোসেন, মুন্সি মোঃ নজরুল ইসলাম, শামীমা সুলতানা, ফারহানা রেজা।
তারা সকলেই দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন বলে সকলেই জানিয়েছেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস।