
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল- ২ আসনে আওয়ামী লীগের মনোনীত সাংসদ প্রার্থী আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্তাজা এলাকার উন্নয়নের লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রবিবার (৩১ ডিসেম্বর) নড়াইলের বল্লারটোপ দারিয়াপুর, হোগলা ডাঙ্গা, গোপালপুর, বাঁশগ্রাম বাজার, মিনাবাজার, বিপিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠ, কাটাখালি, দেবীপুর ফেরিঘাট, কামরুল মান্নান বিশ্বাসের দোকানের সামন, বেতাংগা প্রাথমিক বিদ্যালয়, তরফদার পাড়া ব্রিজের নিচে , তুলারামপুর পার্টি অফিস, বেনাহাটি পূর্ব পাড়া, বেনা হাটি প্রাথমিক বিদ্যালয় এর সামনে, চাচড়া গাবতলা অফিস, মিতনা দুর্গা মন্দিরের সামনে, বামনহাট মাধ্যমিক বিদ্যালয় হাট এলাকায় গণসংযোগ করেন এবং পথ সভায় বক্তব্য রাখেন । রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে জেলার আওড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌগাছা গ্রামে অনুষ্ঠিত সভায় ৪ নং আউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়াইল জেলার ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও চন্ডীবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় মাশরাফি বিন মোর্তজা বলেন, বলেন আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বন্ধু, আপনাদের সুখে দুখে সব সময় আমি আপনাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী ৭ তারিখ পর্যন্ত আপনারা আমাকে দেখবেন। ৭ তারিখের পরে আপনাদের দায়িত্ব আমি আবারও কাধে নেব। আপনাদের সকল দাবি দাওয়া আমি পূরণ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব। গত ৫ বছরে নড়াইল ২ এ যে কাজ করেছি ইনশাআল্লাহ আরেকটা সুযোগ পেলে বা আপনারা সুযোগ দিলে বাকি কাজগুলো সঠিক ভাবে করতে পারবো। আগামী ৭ জানুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নন্দিত ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা আরো বলেন ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু ও নিরপক্ষ হবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

