
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি লায়ন মোঃ নুর ইসলাম এলাকার উন্নয়নের লক্ষ্যে ঈগল পাখি প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রবিবার (৩১ ডিসেম্বর) লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজার, কলাগাছি বাজার, নলদি বাজার, চালিতাতলা বাজার, ভুমুরদিয়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং পথ সভায় বক্তব্য রাখেন । নলদী বাজারের স্থানীয় মুরুব্বী মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শেখ মোঃ মিরনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় তিনি বলেন আমি নড়াইলের ছেলে আপনাদের ভাই আপনাদের সুখে দুখে সব সময় আমি আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী ৭ তারিখ পর্যন্ত আপনারা আমাকে দেখবেন। ৭ তারিখের পরে আপনাদের দায়িত্ব আমি কাধে নেব। আপনাদের সকল দাবি দাওয়া আমি পূরণ করার চেষ্টা করব। কোন ধরনের পেশী শক্তি ভয়ভীতি হুমকি ধামকিকে উপেক্ষা করে ৭ জানুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।লায়ন নুর ইসলাম আরো বলেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।