ক্রীড়া প্রতিবেদক : ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হয়ে নাজমুল হোসেন পাপনের জায়গায় বিসিবির সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। নাজমুল আবেদিন ফাহিম বোর্ড পরিচালক হয়েছেন। নতুন সভাপতি দায়িত্ব নিয়েই বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।
পরে নাজমুল আবেদিন ফাহিমকে প্রধান করে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য ৫ সদস্যের এটা বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ৫ সদস্যের সেই কমিটি একটি খসড়া গঠনতন্ত্র জমা দিয়েছে। খসড়া গঠনতন্ত্রে সেসব বিষয়ে পরিবর্তন আনা হয়েছে তার প্রেক্ষিতে ক্ষুব্ধ ঢাকার ক্লাবগুলো। নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ চাইছে ঢাকার ক্লাবগুলো। শনিবার প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল।
সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেটও আপাতত স্থগিত হয়ে গেল তাই। সমস্যার শুরু নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়া থেকে। গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সিলরশিপ কমিয়ে আনার পাশাপাশি পরিচালনা পরিষদের সদস্যসংখ্যাও কমানোর কথাও বলা হয়েছে।
এই খসড়া বাতিল করতে বিসিবির পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলেন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’ এর ব্যানারের ক্লাব প্রতিনিধিরা। এ নিয়ে শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করেন কয়েকজন ক্লাব প্রতিনিধি।
ফারুক আহমেদের সঙ্গে আলোচনা শেষে বের হয়ে ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল বলেছেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা খেলব না। আমাদের বিপক্ষে করা ষড়যন্ত্র বন্ধ না হলে ক্রিকেটের সঙ্গে থাকব না।’ সিসিডিএম চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীও বলতে পারলেন না লিগ শুরু হবে কবে, ‘ক্লাব প্রতিনিধিরা কথা বলেছেন বিসিবি সভাপতির সঙ্গে। সমস্যা মিটে গেলে জানানো হবে লিগ শুরুর সময়সূচি।’
গত ৩১ অক্টোবরে বোর্ড সভায় নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রতিনিধি ও তিনজন আইনজীবী যুক্ত হন। তবে ক্লাব ক্রিকেট নিয়ে গঠনতন্ত্রে সংশোধনী আনার কমিটিতে রাখা হয়নি কোনো ক্লাব প্রতিনিধিকেই।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত