
জন্মভূমি ডেস্ক : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে। নোট, গাইড ও কোচিং ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে এসব করছে।
শনিবার রাজধানীর ইডেন কলেজের ১৫০ বছরপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে কিছু কিছু রাজনৈতিক দল অপপ্রচারে ইন্ধন জোগাচ্ছে। সবাইকে বলব, সত্য জেনে নেবেন, গুজবে কান দেবেন না।
দীপু মনি বলেন, শেখ হাসিনার হাতে আমরা একটি যুগোপযোগী শিক্ষানীতি পেয়েছি। পাশাপাশি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা একটি জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করেছি। শিক্ষামন্ত্রী আরও বলেন, একুশ শতকের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের সন্তানদের গড়ে তোলার জন্য। তারা যেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে পারে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত