জন্মভূমি ডেস্ক : ঢালিউড তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি দুজনেই নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। তাই বলে একসঙ্গে পর্দা ভাগ করছেন না তারা। পৃথক দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তারা দুজন।
রাজ যুক্ত হয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ নির্মিতব্য ‘ওমর’ সিনেমায়। গতকাল শনিবার সামাজিক মাধ্যমে একটি স্থিরচিত্র প্রকাশের মাধ্যমে নির্মাতা রাজ নিজেই জানিয়েছেন এ খবর।
নিজের ফেসবুকে রাজ লিখেছেন, ‘ওমর’ সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি তার সাথে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।’’
এদিকে সম্প্রতি পরীমণি যুক্ত হয়েছেন একটি ওয়েব সিনেমায়। এটি নির্মাণ করবেন রায়হান রাফী। সিনেমাটির নাম এখনও চুড়ান্ত হয়নি। পরীর বিপরীতে থাকছেন কে তাও নির্ধারিত হয়নি। জানা গেছে ছবিটি পারিবারিক সম্পর্কের গল্পে নির্মিত হবে।
রায়হান রাফী এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গল্পটা যখন লিখছিলাম, তখনই পরীমণির কথা আমার মাথায় ছিল। এরপর এক দিন তাকে গল্পটা শোনালাম। সেও বোঝার চেষ্টা করল এবং এই গল্পের সঙ্গে থাকার চেষ্টা করল। তারপর থেকে তো অনেক দিন যাবৎ পরীমনি এই গল্পে রিহার্সলও করছে, গল্পটা আত্মস্থ করার চেষ্টা করছে। কাজের প্রতি ওর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার তো এখন সবকিছু মিলিয়ে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে।’
রাফী জানিয়েছেন এরইমধ্যে তিনজনের সঙ্গে আলাপ হয়েছে। সেখান থেকে যাকে উপযুক্ত মনে হবে তাকে নিয়েই ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। টানা ১০-১৫ দিন ঢাকায় শুটিং হবে ছবিটির।
অন্যদিকে ‘ওমর’সিনেমায় রাজ ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। নির্মাতা রাজ জানিয়েছেন ছবিটি নিয়ে দুই বছর ধরে কাজ করছেন তিনি। শিগগিরই নামমবেন দৃশ্যধারণের কাজে। চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে তার।