
বিজ্ঞপ্তি : নবনির্বাচিত খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হকসহ সকল নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে মহানগর নগর তাঁতী লীগ। বিবৃতিতে তাঁতী লীগ নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত খুলনা চেম্বারের ব্যবসায়ীক নেতৃবৃন্দ খুলনার ব্যবসায়ীদের উন্নয়নে ভূমিকা রাখবে। সেই সাথে খুলনার উন্নয়নের উন্নয়নেও এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ খুলনার এ ব্যবসায়ী সংগঠনের সফলতা কামনা করেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, খুলনা মহানগর তাঁতী লীগের আহ্বায়ক এ্যাড. শামীম আহমেদ পলাশ ও সদস্য সচিব শেখ নজিবুল ইসলাম নজিবসহ মহানগর তাঁতী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।