
বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে গত মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন এস এম মোস্তফিজুর রহমান। বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ গতকাল বুধবার সকাল ১১ টায় তার অফিসকক্ষে সৌজন্যা সাক্ষাৎ করেন। নবাগত ইউএনও সাংবাদিকদের সাথে উপজেলার সার্বিক পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি সকল সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরে সহযোগীতার করার অনুরোধ জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব আল আমিন গোলদার, রতন কুমার সাহা, আলমগীর হোসেন, বিপ্রদাস রায়, ইমরান হোসেন, আসাদুজ্জামান উজ্জ্বল, অমলেন্দু বিশ্বাস, অরুপ জোদ্দার, বাকের হোসেন, সেখ রাসেল প্রমুখ।নবাগত ইউএনও সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স শেষ করে ৩৬ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক পদে যোগদান করেন । ইতিপূর্বে তিনি বাগেরহাট জেলার সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন শেষে বদলী সূত্রে বটিয়াঘাটায় দায়িত্ব গ্রহণ করছেন। অপরদিকে বটিয়াঘাটা সদ্য বিদায়ী ইউএনও হোসনে আরা তান্নি বটিয়াঘাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায়ীউপজেলা নির্বাহী অফিসার পদোন্নতি পেয়ে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

