
বরিশাল অফিস : ঝালকাঠির নলছিটি উপজেলা শ্রমিকলীগের সেক্রেটারীসহ ৩ নেতাকে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
জানাযায়, বৃহস্পতিবার রাতে নলছিটি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করেন। এসময় উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. হ্নদয় হোসেন রিপন (৪২), কুশঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. ইমরান সরদার (৩৮) এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা সাইদুল ইসলাম মিন্টুকে (৪০) গ্রেফতার করা হয়। নলছিটি থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সহিদুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। মামলা নং-০৪। গ্রেফতারকৃত ব্যক্তিদের সন্দেহজনক ভাবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ঝালকাঠি সদর থানায় প্রেরণ করা হয়েছে। অপরদিকে আটক শ্রমিক লীগ নেতা রিপন জানান, তাকে অন্যায় ভাবে রাজনৈতিক ইস্যুতে গ্রেফতার করা হয়েছে।

