এইচএম আখতারুজ্জামান, বরিশাল : ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্র দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নলছিটি শহর এলাকার বাসষ্ট্যান্ড চত্বরে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
স্থানীয় লোকজন জানান, গত বুধবার রাতে নলছিটি শহর এলাকার বাসষ্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। দলীয়সূত্রে জানাযায়, বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রদণের সদস্য সচিব সুজন খানের সঙ্গে সামান্য বিষয় নিয়ে যুগ্ম আহবায়ক আদিব হাসানের কথার কাটাকাটি হয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজন ছড়িয়ে পড়ে। এসময় ছাত্রদল নেতা সুজন খানের ছোট ভাই রায়হানকে মারধর করা হয়। এ ঘটনার জের ধরে সুজন খানের নেতৃত্বে ওই রাতেই বাসষ্ট্যান্ড এলাকায় ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনিসহ কয়েকজনের ওপর হামলা করা হয়। এ ঘটনা জানতে পেরে সাইদুল ইসলাম রনির সঙ্গে যোগ দেন যুগ্ম আহবায়ক আদিব হাসানের নেতৃত্বে ছাত্রদলের একটি পক্ষ। তারা হামলা চালায় সুজনের সঙ্গে থাকা লোকজনের উপর। উভয় পক্ষের তিন দফা সংঘর্ষে নলছিটি ডিগ্রী কলেজের ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাব্বির আহম্মেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিরাসহ ৫ জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাব্বিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান জানান, পুরনো বিরোধের জের ধরে সাইদুল ইসলাম রনি ও আদিব হাসানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী এ হামলা করে। এতে তার ভাইসহ তিনজন আহত হয়েছে। উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি জানান, আগে কি হয়েছে, জানি না। একটি অনুষ্ঠান শেষে মোটর সাইকেলযোগে বাসষ্ট্যান্ডে আসামাত্রই সুজন খানের নেতৃত্বে কয়েকজন হামলা করে। এতে তিনি ও তার সঙ্গী আহত হয়েছেন বলে দাবী করেন। জেলা ছাত্রদলের সাধারন সম্পাক গিয়াস সরদার দিপু জানান, বিষয়টি শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত