
এইচএম আখতারুজ্জামান, বরিশাল : ঝালকাঠির নলছিটি পৌর এলাকার নান্দিকাঠি গ্রামে মেটারেল হাইগ্রীণ লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছে দরিদ্র কৃষক মো. জাহাঙ্গীর হোসেন (৪৫)। কৃষক জাহাঙ্গীর হোসেন জানান, নলছিটি উপজেলা কৃষি অফিস থেকে বীজ ও সার এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. লুৎফর রহমানের পরামর্শ নিয়ে ২৬ শতক কৃষি জমিতে মেটারেল হাইগ্রীন জাতের লাউ চাষ করেন। এ জাতের লাউ গাছে ১ মাসের মধ্যে ফল ধরে। ইতোমধ্যে প্রায় তিন শতাধিক লাউ বিক্রি করে প্রায় ২০ হাজার টাকা মতো আয় হয়েছে। এখনো দুই শতাধিক লাউ গাছে শোভা পাচ্ছে। সপ্তাহে রবিবার ও বুধবার নলছিটি শহরের হাটে জাহাঙ্গীর মিয়া লাউ নিয়ে যাচ্ছেন। সে লাউ গাছ চাষের পাশাপাশি চাল কুমড়া, মিষ্টি কুমড়া, বেগুন, লাফা, করলা, সীম, ঢেড়ঁষ, পুইঁশাক, পাাতা কপিসহ বিভিন্ন প্রজাতির শাক-সবজি চাষাবাদ শুরু করেছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, জাহাঙ্গীর হোসেনের মতো পতিত জমিতে শাক সবজি চাষাবাদ করা সম্ভব হলে, দেশে শাক-সবজির ঘাটতি হতো না। এলাকার চাহিদা মিট করে অন্যত্র সরবরাহ করা যেতো। উপজেলার নান্দিকাঠি গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক মো. কামাল হোসেন জানান, জাহাঙ্গীর একজন আদর্শ কৃষক। তার অনুপ্রেরণায় এ অঞ্চলে শাক-সবজি আবাদ করতে কৃষকরা উৎসাহিত হবে।