সাতক্ষীরা প্রতিনিধি : জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাস (১৫) হত্যা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষককে কারা ফটকে দুই দিন জিজ্ঞাসাবাদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ওই চার শিক্ষককে মামলার তদন্তের জন্য পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ।
জন্মদিনের কেক কাটা নিয়ে শিক্ষকের পিটুনিতে ছাত্রের মৃত্যুর অভিযোগ, এই ৪ শিক্ষক হলেন প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক এম এ মুহিত, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও সিদ্ধার্থ রায়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই সকাল ১০টার দিকে বিদ্যালয়ের ৩ তলা ভবনের একটি কক্ষে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপসহ কয়েকজন মিলে সহপাঠী জুবায়ের হোসেন ও মশফিকের জন্মদিনের কেক কাটে। এর জের ধরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম এ মুহিতের নেতৃত্বে সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ, মনিরুল ইসলাম ও সিদ্ধার্থ রায় ছাত্রদের বকাবকি ও চড়চাপড় মারেন। পরে তাঁদের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমের কক্ষে নিয়ে ওই ছাত্রদের মারপিট করা হয়। এসব ঘটনার পর রাজপ্রতাপ দাস বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে নলতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে স্কুলের ছাত্রের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকসহ সাধারণ মানুষ স্কুল ঘেরাও করে বিক্ষোভ করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন রহমান বলেন, ১৭ জুলাই হত্যা মামলাটি করেছেন নিহত স্কুল ছাত্র রাজপ্রতাপের বাবা দীনবন্ধু দাস। পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক।
এদিকে স্কুল ছাত্র নিহতের ঘটনার পর মঙ্গলবার সকালে ওই এলাকার সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ওই ছাত্রের বাড়ীতে যান। তার স্কুল ছাত্র রাজপ্রতাপের বাবা-মাসহ পরিবারের সদস্যদের সান্তনা দেন। এসময় সংসদ সদস্য পরিবারেরর ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত