
জন্মভূমি ডেস্ক : নানা কর্মসূচি ও অনুষ্ঠানের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় খুলনা ও পাশর্^বর্তী অঞ্চলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বঙ্গবন্ধুর স্বপ্নপুরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট।
॥ কয়রা ॥
দিবসটি উপলক্ষে উপজেলা ও চৌকি লিগাল এইড কমিটি কয়রার উদ্যোগে র্যালি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল দশটায় কয়রা সিনিয়ার সহকারি জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: রফিকুল ইসলাম ও কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো: আজহারুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য রেলি উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে কয়রা সহকারি জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো: আজহারুল ইসলাম, কয়রা ইউনিট বারের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এড, কমলেশ কুমার সানা, সাধারণ সম্পাদক এড. আব্দুর রাজ্জাক, এপিপি এড. গোলাম মোস্তফা, মোঃ ইব্রাহিম হোসেন, সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলামসহ উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় আদালত চত্বরে লিগাল এইডের ওপর ভিত্তি করে সংক্ষিপ্ত নাটিকাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
॥ বাগেরহাট ॥
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে বাগেরহাট আদালত চত্বরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগেরহাট-খুলনা সড়কের ভিআইপি মোড় প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এসে শেষ হয়। পরে দিবসটির প্রতিপাদ্য নিয়ে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম, সিনিয়র জেলা জজ ও নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএস সাইফুল ইসলাম, সিনিয়র জেলা জজ ও নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো: মইন উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. ওসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেরুল রহমান, আইনজীবী সভাপতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, লিগ্যাল এইডের কর্মকর্তা মো: মুহিম, পিপি শেখ মোহাম্মদ আলী, সুবিধাভোগী সোনাবান বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবী শেখ মোঃ সাহিবুর রহমান ও এড. গোলাম মোর্তুজা সোহেল আহম্মদকে ক্রেস্ট প্রদান করা হয়।
॥ মোল্লাহাট ॥
উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ আশরাফ আলী, অধ্যক্স এল জাকির হোসেন, অনিমেষ বালা, মোঃ আব্দুস সালাম, মোঃ শওকাত হোসেন, ইসহাক, শিকদার আতিকুর রহমান জুয়েল, মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, মোঃ কামরুল ইসলাম, মোহাম্মাদ আলী মোহন, মোঃ নূরুজ্জামান, হাফিজা খানমসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, শিক্ষক/শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
॥ মোরেলগঞ্জ ॥
দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে বক্তাব্য রাখেন থানা ওসি (তদন্ত) মো. শাহজাহান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা প্রভাস চন্দ্র মন্ডল, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।
॥ সাতক্ষীরা ॥
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি সাতক্ষীরার আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা আইজীবি সমিতির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমজি আযম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক বৃষ্ণ পদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি এড. শম্ভুনাথ সিংহ, ডাঃ ফরহাদ জামিল, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম, শ্রেষ্ঠ প্যানেল অঅইজীবী আব্দুর রাজ্জাক, উপকারভোগী মোনায়েম কবির, রইফুন নেছা প্রমুখ। পরিচালনা করেন সহকারী জজ প্রদীপ কুমার ও জেবুন্নেছা। বক্তারা বলেন, সাধারণ বিচারপ্রার্থী মানুষ যাতে বিচার বঞ্চিত না হয় সেজন্য কাজ করে যাচ্ছে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস। এ অফিসের মাধ্যমে ধনী দরিদ্র সকলকে আইনী পরামর্শ দেয়াসহ দরিদ্রদেরকে বিনামূল্যে আইনিসেবা প্রদান করা হয়।
॥ যশোর ॥
সকাল নয়টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। সকাল ১০টায় ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম। তিনি বলেন, বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়া নাগরিক অধিকার। যা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ অধিকার নিশ্চিতে তিনি যার-যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। সভায় বক্তব্য রাখেন স্পেশাল জেলা ও দায়রা জজ সামছুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবীর, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন, যশোরে জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস, পিপি এম ইদ্রিস আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অ্যাডভোকেট শহিদুর রহমান, ব্লাস্ট যশোরের সমন্বয়কারী মোস্তফা হুমায়ন হুমায়ুন কবীর প্রমুখ। সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাশ। সভায় জেলা লিগ্যাল এইড অফিসার রাফিয়া সুলতানা লিগ্যাল এইড সেবা প্রদান ও সেবা কার্যক্রম সম্পর্কে বলেন, গত এক বছরে দুই হাজার ১২ জনকে বিনামূল্যে আইনি সেবা প্রদান করা হয়েছে। এছাড়া এডিআরের মাধ্যমে ৬শ’ ৪০টি মামলার বিরোধ নিস্পত্তি করা হয়েছে এবং ৪শ’ ৭৭টি মামলায় বিনামুল্যে আইনজীবী নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানে লিগ্যাল এইডের সেবা গ্রহিতাদের মধ্যে শার্শা উপজেলার নিজামপুর গ্রামের ফাইমা খাতুন ও সদর উপজেলার লেবুতলার আবদার রহমানও বক্তব্য দেন। লিগ্যাল এইডের সেবা সম্পর্কে তাদের অনুভুতি ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে সেবা প্যানেল আইনজীবী হিসেবে শাহানাজ আক্তারকে ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বেঞ্চ সহকারী আব্দুল হালিম ও গীতাপাঠ করেন মনোজ চক্রবর্তী। অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য মরহুম জিপি কাজী বাহাউদ্দীন ইকবালের রুহের মাগফেরাত কামনা করা হয় ও ক্যান্সারে আক্রান্ত সাবেক জেলা লিগ্যাল এইড অফিসার আহসান হাবীবের রোগমুক্তি কামনা করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলামসহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসির সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
॥ মঠবাড়িয়া ॥
পিরোজপুরের মঠবাড়িয়ার চৌকি আদালতের লিগ্যাল এইডের উদ্যোগে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সম্মুখ সড়ক থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আদলত চত্বরে শেষ হয়। পরে মঠবাড়িয়া আইনজীবী চৌকিবার সমিতি মিলনায়তনে মঠবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইডের চেয়ারম্যান মোঃ কামরুল আজাদের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শেখ আরিফুজ্জামান, শফিকুল আলম, মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবী রফিকুল ইসলাম বাবুল, দীলিপ কুমার পাইক, আতাউর রহমান, আবদুস সালাম, মোঃ জামাল হোসেন, নাসিম মাহমুদ, চিন্ময় গোলদার, আব্দুল আউয়াল, মোঃ নবী হোসেন, রুমি বেগম। এ সময় চৌকি আদালত লিগ্যাল এইডের চেয়ারম্যান মোঃ কামরুল আজাদ বলেন, সমাজের নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে আইনী সহায়তা দেওয়ার লক্ষ্যে লিগ্যাল এইড দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষদের বিনামূল্যে আইনী সহায়তা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে।

