
জন্মভূমি ডেস্ক : নানা কর্মসূচিতে সারা দেশের ন্যায় খুলনা ও পাশর্^বর্তী অঞ্চলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘তামাক নয়, খাদ্য ফলান’। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট।
॥ রূপসা ॥
উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা বুধবার সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহ দিবা শামস। উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন প্রানি সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুজিত কুমার মুখার্জি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, ইসহাক সরদার, মোঃ জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আঃ মজিদ ফকির, মোর্শেদুল আলম বাবু, বিনয় কৃষ্ণ হালদার, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক শেখ প্রমুখ।
॥ পাইকগাছা ॥
উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটা বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। দিবসটির তাৎপর্য তুলে ধরে এসময়ে বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, কর্মকর্তা কবিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, প্রভাষক আঃ রাজ্জাক, প্রধান শিক্ষক রাশিদা খানম, মিলি জিয়াসমিন, সেলিনা পারভীন, খালেদা খাতুন, এস এম শফিকুল ইসলাম, সবুর খাঁ, সুষমা রাণী মন্ডল, সহকারী শিক্ষক রামপ্রসাদ সরদার, প্রীতিশ সরকার, শামসুর নাহার, জেসমিন আরা ও আনিসুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল ও এম হাশেম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি জি এম শুকুরুজ্জামান, সদস্য হাবিবুর রহমান মুছা, এম কে আলী। এছাড়া স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
॥ ফকিরহাট ॥
উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বণার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় ‘তামাক নয়, ফসল ফলান’ এই স্লোগানকে সামনে রেখে র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অঢিটোরিয়াম চত্ত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
॥ চিতলমারী ॥
চিতলমারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। অনুষ্ঠানের শুরুতে বিশাল এক র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাপ্ত হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন অশোক কুমার বড়াল উপজেলা পরিষদ চেয়ারম্যান, বেদবতী মিস্ত্রী সহকারী কমিশনার ভূমি, ডাঃ এম আর ফরাজি, মোছাঃ কামরুন্নেছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তাগণ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কারিগরী ও কলেজের প্রধান শিক্ষকবৃন্দ সূধীজন স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম সাফা ও সাংবাদিক সাজ্জাদসহ আরো অনেকে। উক্ত সভায় ‘তামাক নয়,খাদ্য ফলান’ এই প্রতি পাদ্যের আলোকে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
॥ তালা ॥
দিবসটি উপলক্ষে বুধবার বেসরকারি উন্নয়ন সংগঠন যুগের যাত্রী সংস্থার আয়োজনে ডাব্লিউ.বি.বি ট্রাষ্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় তালা উপজেলা চত্ত্বরে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধব অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে যুগের যাত্রী ও ডাব্লিউ. বি.বি ট্রাষ্টের সহযোগিতায় উপজেলা চত্ত্বর থেকে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন তালা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, ব্যাপ্টিস এইড এর কমকর্তা জীবন সরকার, আব্দুল্লাহ সরদার, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান, শ্যামল দেবনাথ, আব্দুল হামিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগের যাত্রী সংস্থার পরিচালক মোঃ ইমদাদুল হক।