জন্মভূমি ডেস্ক : নানা কর্মসূচি ও বিভিন্ন আয়োজনে সারা দেশের ন্যায় খুলনা ও পাশর্^বর্তী অঞ্চলে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সমবায় গড়ছে দেশ, স্মার্ট বাংলাদেশ। এ নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট।
দিবসটি পালন উপলক্ষে এক সভা শনিবার বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার জান্নাতুলনেছা। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ ইবনে মাসুদ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার সরকার, ইউসিসির চেয়ারম্যান দেবপ্রসাদ সরকার, উপজেলা ভাইসচেয়ারম্যান নিতাই গাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অফিসার আবু বকার মোল্লা। বক্তৃতা করেন বটিয়াঘাটা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সমবায়ী দীপঙ্কর রায়, আনোয়ার ফারাজী, সনজিত মন্ডল প্রমুখ। সভায় সমবায়ী, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কৃত করা হয়।
দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যাালী শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সাবেক জেলা আওয়ামী লীগ নেতা আঃ মজিদ ফকির, ইউসিসিএ চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল। স্বাগত বক্তৃতা করেন সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদ। সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন সহকারী পরিদর্শক শেখ মোহাম্মদ আলী, সমবায়ী রবিউল ইসলাম, রনজিত বিশ্বাস, ইউসুফ শেখ, রঞ্জু হালদার, মোল্যা কবীর হোসেন, গৌতম শীল, জন দাস, ইন্দ্রজিত বিশ্বাস প্রমুখ।
উপজেলা প্রশাসন ও ডুমুরিয়া সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা সম্প্রসারিত ভবন কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান। আরও বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহাঙ্গীর আলম, বিপ্লব কুমার বিশ্বাস, সমবায়ী এস এম গোলাম কুদ্দুস, এস এম মুস্তাকিন বিল্লাহ, কমলেশ বিশ্বাস, মোঃ সাদিউজ্জামান, রমেশ চন্দ্র মন্ডল, কৃষ্ণপদ জোদ্দার, মাওলানা ওহিদুজ্জামান প্রমুখ।
শনিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন রাড়ুলী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম, কাজল কান্তি বিশ্বাস ও আব্দুস ছালাম কেরু, প্রাণকৃষ্ণ দাশ, অব. অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, জাকারিয়া। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সভাপতি-সম্পাদকসহ সমবায়ী উপস্থিত ছিলেন।
নানা কর্মসূচির মধ্যদিয়ে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে সমবায়ের গুরুত্ব বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ। জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, পরিদর্শক আসাদুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি হওয়া সম্ভব। মানুষ তার চাহিদা পুরণ করতে সমবায়কে বেছে নিতে পারে। শুধু ব্যক্তির নয়, দেশের উন্নয়ন সম্ভব এই সমবায়ের মাধ্যমে।
পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে বিতরণ এবং চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে শনিবার বেলা ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যন শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, মিল্ক ভিটার ম্যানেজার ডা. মারুফ উজ্জামান, ভৈরব কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির (মিল্ক ভিটা) চেয়ারম্যান মো. আজমল হোসেন, ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমবায়ী শেখ আসাদুজ্জামান, শুভঙ্কর রায় প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে এক বিশাল র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাপ্ত হয় এবং পরে আলোচনা সভা শুরু হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সোনালী ব্যাংক কর্মকর্তা কল্যাণ আশিস দত্ত, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, কৃষিবিদ সিফাত আল মারুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানসহ প্রমুখ কর্মকর্তাবৃন্দ, সুধীজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে। এদিন সমবায়ীদের মাঝে ৪৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সঙ্গীতের সাথে-সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক আহমেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান শুভ, অধ্যক্ষ এল জাকির হোসেন, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, এজিএম মোঃ মাহফিজুর রহমান, প্রভাষক শিতাংশু সমাজপতি, সমবায়ী কৃষক আঃ হামিদ ও বুলু বাড়ৈ প্রমুখ।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র্যালি, ঋণ বিতরণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপ-শহরে র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি (তদন্ত) মোল্যা মোহাম্মদ সেলিম, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ।
দেবহাটায় র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসের আলোচনা সভায় জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মুর্শিদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। বক্তব্য দেন দেবী শহর এগ্রিকালচার এন্ড ফিশ ফার্মিং সোসাইটির সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, আব্দুল ওহাব, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল, বিআরডিবির সাইফুল্লাহ, সমবায় সমিতির পক্ষে বাসুদেব, দ্বিপবন্ধু, কৃষ্ণপদ সরদার প্রমুখ। সভায় অনিক ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক আবু সাঈদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেল সমবায় অফিসের সহকারী পরিদর্শক মালতি রানী, শিরিনা খাতুন, অফিস সহকারী মিজানুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দরা। পরে ভালো কাজে অবদান রাখায় ১০ সংগঠনকে সম্মাননা ক্রেস্ট পুরস্কার তুলে দেওয়া হয়। যার মধ্যে কুলিয়া পূর্বপাড়া সেচ ও কৃষি খামার সমবায় সমিতি, দেবীশহর এগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কোআপাটিভ সোসাইটি, দেবহাটা ইউসিসি লিমিটেড, নাংলা আদর্শ বহুমুখী সমবায় সমিতি, চাঁদপুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, পল্লী কৃষি উন্নয়ন সমবায় সমিতি, দেবহাটা আহছানীয়া বহুমুখী সমবায় সমিতি, নাংলা অনিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, কুলিয়া অংকুর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, জনপ্রিয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার অহিদুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম ফিরোজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, বীর মুক্তিযোদ্ধা শোওকত আলী। এছাড়া উপস্থিত ছিলেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক আল মামুন, মাহমুদা আক্তার, সাংবাদিক শ্যামল দত্ত, হাকিমপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুফল বিশ্বাস, হাকিমপুর ইউনিয়ন খেজুর গুড় উৎপাদনকারী গাছি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মারুফুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরি সময় সমিতির ক্রেস্ট বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান সিফাত, মঠবাড়িয়া সমবায় ব্যাংকের সভাপতি অধ্যক্ষ আজীম-উল-হক, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ আফজাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান, সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ,কে সাকিল আহমেদ ও সমবায়ি ওবায়েদুল হক বেলা প্রমুখ।
শনিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা বজলুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বিধান কান্তি হালদার। এছাড়াও অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা ও মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ও প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত