জন্মভূমি ডেস্ক : নায়ক-নায়িকার সম্মানির ওপর ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। নতুন আয়কর আইনে এই শর্ত দেওয়া হয়েছে।
গত সোমবার নতুন আয়কর আইনের এই খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। আইনটি সংসদে পাস হলে প্রযোজক প্রতিষ্ঠান এই অর্থ কেটে রেখে বিল পরিশোধ করতে পারবে।
সিনেমা, নাটক, বিজ্ঞাপনে অভিনয় করার জন্য অভিনয়শিল্পীরা সম্মানি পান। মন্ত্রিসভার অনুমোদন করা নতুন আইনে নায়ক-নায়িকাদের সম্মানির ওপর ১০ শতাংশ হারে উৎসে কর আরোপ করা হয়েছে। এমনকি রেডিও-টিভিতে টক শো, অনুষ্ঠানের সম্মানির ওপরও এই কর বসবে। প্রযোজক প্রতিষ্ঠান তাদের সম্মানি দেওয়ার সময় এই অর্থ কেটে রেখে বিল পরিশোধ করবে। তবে কারও সম্মানি ১০ হাজার টাকা কম হলে, উৎসে কর কাটা হবে না।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত