জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সকল ক্ষেত্রে নারীদের সমান সুযোগ আওয়ামী লীগ সরকারই দিয়েছে। নারীর ক্ষমতায়নে এবং জীবন মানের উন্নয়নে বর্তমান সরকার অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। সরকারের মন্ত্রীসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নারীরা শীর্ষ পর্যায়ে সফলতার সাথে দায়িুত্ব পালন করছে। যার প্রশংসা করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসহায় ও দুঃস্থ নারীদের জন্য বিভিন্ন ধরণের ভাতা চালু করেছে। মহিলা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে নারীরা আজ স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তাই নারীদের জীবনমানের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আবারও বিজয়ী করতে হবে। সে লক্ষে মহিলা আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে ভোটারদের ঘরে-ঘরে গিয়ে নারীদের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচির কথা বলতে হবে। ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে। সে জন্য এখন থেকেই সবাইকে কাজ করতে হবে।
মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা মহিলা আওয়ামী লীগের আনন্দ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ বেগম। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সমাবেশ পরিচালনা করেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী। এ সময়ে বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজনীন নাহার কণা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যা. রুনু ইকবাল বিথার, নূরিনা রহমান বিউটি, নূর জাহান রুমি। এ সময় আঞ্জুমনোয়ারা বেগম, আলেয়া সাঈদ, সাবিহা ইসলাম আঙ্গুরা জেসমিন সুলতানা শম্পা, পারভিন ইলিয়াছ, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর কনিকা সাহা, ফেরদৌস আলম রীতা, কহিনুর বেগম, মাকসুদা খানম পাখি, রোকেয়া রহমান, খাদিজা কবির তুলি, মনোয়ারা বেগম, রোজিনা আক্তার, রেখা খানম, শিউলী বেগম, রেহেনা গাজী, শাহানা বানু, সুপ্তি আক্তার, শিরিনা হান্নান, রেজওয়ানা প্রধান, শবনম মুস্তারী বকুল, পারভিন হাসমত, লিভানা পারভিন উপস্থিত ছিলেন।