জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ভোট দেয়া প্রতিটি নারীর রাজনৈতিক অধিকার। তাই অন্যান্য অধিকারের ন্যায় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি নারীকে নিজে ও পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেয়ার জন্য উদ্ভুদ্ধ করতে হবে। একইসঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকার নারীর অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি কাজ করেছে সেই সরকারের মনোনীত প্রার্থীকেই নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় বিজয়ী করতে হবে। নারীর ক্ষমতায়নে নিজেদের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় বাড়িতে বসে না থেকে ভোটকেন্দ্রে নিজে ও অন্যদের নিয়ে যেতে হবে। ভোট কেন্দ্রে অধিক সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। অধিক সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিতের মধ্য দিয়ে জামায়াত-বিএনপি অপশক্তির ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে নৌকাকে বিজয়ী করতে প্রতিটি নারীকেই ঘরে-ঘরে গিয়ে ভোট চাইতে হবে। স্বাধীনতার পক্ষের শক্তিকে জয়ী করে শহরকে নিরাপদ ও নারীবান্ধব করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশেই নারীর ভোটাধিকার নেই, যা বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করে গেছেন। তাই আগামী নির্বাচনে নারী ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে তাদের উচিত স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসা। তাই নির্বাচনে সব নারীকেই ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় খালিশপুর পলিটেকনিক্যাল কলেজের সামনে অনুষ্ঠিত খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের (৯, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড) কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কর্মীসভায় সভাপতিত্ব করেন খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন রহমান শিখা। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাসার, প্যানেল মেয়র খোরশেদ আহমেদ টোনা। সভা পরিচালনা করেন থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা খাতুন লিমা। এ সময় ১৩নং ওয়ার্ড সভাপতি মোর্শেদ আহমেদ মনি, ১৫নং ওয়ার্ড সভাপতি মো. সফিউল্লাহ, ১৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউল আলম খান খোকন, ১৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আসলাম আলীসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত