ক্রিড়া প্রতিবেদক
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে ঢাকা আসার পর থেকেই বাংলাদেশ নারী ফুটবল দলকে সম্মানিত করা হচ্ছে একের পর এক পুরস্কারে। এবার সেই তালিকাতে যুক্ত হচ্ছে এনভয় গ্রুপের ৫০ লাখ টাকা।
চ্যাম্পিয়ন দল ঢাকা প্রবেশের পর শহরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ছাদখোলা বাসে চড়ে। লাখ লাখ জনতা খুব কাছ থেকে দেখতে পান সাফের শিরোপা জয় করা বাংলাদেশি ফুটবল দলকে। যারা বহন করছিলেন সাফের ট্রফি। এই দৃশ্য খুব কাছ থেকে দেখে সাবিনা বাহিনীর জন্য ৫০ লাখ টাকা উপহার দেওয়ার ঘোষণা দেন এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম। বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর সহধর্মিণী তিনি। গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন তিনি নিজেই।
ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নারীদের এমন অর্জনকে স্বীকৃতি দিয়ে পুরস্কার ঘোষণা করা হলেও ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আর্থিক পুরস্কার ঘোষণা করেননি সংস্থাটির সভাপতি কাজী সালাহউদ্দিন। তবে সামর্থ্য থাকলে তিনি প্রত্যেক ফুটবলারকে ২ কোটি টাকা করে দিতেন বলেও জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত