
জন্মভূমি রিপোর্ট : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা করেছে ২৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ। বুধবার বিকেল ৪টায় নগরীর গগণবাবু রোডস্থ সবুরননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস আলম রিতা। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এদেশের নারী পুরুষের যৌথ প্রচেষ্টায় বিনির্মাণ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। তিনি বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সব ক্ষেত্রে নারীর সমঅধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের নারীরা প্রমাণ করেছেন তাঁরা সব ক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করতে পারেন। দেশের অর্ধেক নারী। তাঁদের পেছনে রেখে দেশ সামনে এগোতে পারবে না।
তবে নারীদেরও এ ক্ষেত্রে দক্ষ ও যোগ্যতার সঙ্গে সামনে আসতে হবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব। প্রতিটি ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমরা ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে পারবো ইনশাআল্লাহ।
ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবনম মুস্তারী বকুলের পরিচালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ফেরদৌস আলম চাঁন ফারাজী, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, নাজনীন নাহার কণা, সুলতানা রহমান শিল্পী, নূরিনা রহমান বিউটি, এম এ নাসিম। এ সময়ে উপস্থিত ছিলেন আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, জেসমিন সুলতানা শম্পা, পারভিন ইলিয়াছ, নুর জাহান রুমি, রোকেয়া রহমান, ইলিয়াছ হোসেন লাবুসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।