জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে অপরাজিতা নেটওয়ার্কের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন জেলা অপরাজিতা নেটওয়ার্ক, নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা নারী দল ও বিভাগীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলার সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচী, হাজেরা খাতুন ও জুঁই মন্ডলের উপর শারীরিক নির্যাতন এবং মামলার পরবর্তীতে এসিড নিক্ষেপসহ ভয়-ভীতি প্রদর্শনে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে মানববন্ধন করেছি।
সংবাদ সম্মেলনের ৫টি দাবি উত্থাপন করা হয়। দাবিসমূহ হলো ১. অনতিবিলম্বে নারী ফুটবলারদের উপর নির্যাতন ও হামলাকারীদের দ্রুত বিচার আইনে বিচার করতে হবে। ২, নির্যাতক বা হামলাকারীদের পক্ষ থেকে ব্যক্তি ফুটবলার ও তার পরিবারের যে আর্থিক ও মানসিক ক্ষতি সাধিত হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। ৩. হামলা কারীদের পক্ষ থেকে এসিড নিক্ষেপসহ নানা ধরনের হুমকি প্রদর্শনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৪. এ ঘটনায় নারী ফুটবলাররা ট্রমায় আক্রান্ত। তাদের এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫. খুলনা অঞ্চলে নারী ফুটবলার সৃষ্টিতে বটিয়াঘাটায় যে অবদান তা যাতে অক্ষুন্ন থাকে তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও ফুটবল ফেডারেশনের প্রতি জোর দাবি জানানো হয়। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে তা নিশ্চিন্ত করতে রাষ্ট্রকে কঠোর ভূমিকা পালনের জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আকলিমা খাতুন তুলি, পালি আক্তার, মাধুরী সরকার, খায়রুন আক্তার মনি, নিলা মিস্ত্রী, নাসরিন আক্তার, সুজানা জলিসহ জেলার ৯ থানার অন্যান্য অপরাজিতারা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত