
ক্রীড়া প্রতিবেদক : ফিফা নারী বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মরক্কোর বিপক্ষে বড় জয় পেয়েছে ফ্রান্স। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের হিন্দমার্শ স্টেডিয়ামে মঙ্গলবার মরক্কোকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরাসি নারীরা। অপরদিকে ক্যাটালিনা উসমের একমাত্র গোলে জ্যামাইকাকে ১-০ ব্যবধানে হারিয়ে নারী বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।
মরক্কোর বিপক্ষে ম্যাচে ফেভারিট হয়ে মাঠে নামে ফ্রান্স। তাদের আক্রমণাত্মক ফুটবলের সামনে টিকতে পারেনি মরক্কান রক্ষণভাগ। ১৫ মিনিটে কাদিদিয়াতু দিয়ানির গোলে এগিয়ে যায় ফ্রান্স। ২০ মিনিটে দ্বিতীয় গোল করেন কেনজা দালি। ২৩ মিনিটে ইয়ুগনি সমারের গোলে ব্যবধান ৩-০ করে ফ্রান্স। আট মিনিটের এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় মরক্কো। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আফ্রিকার দেশটি।
বিরতি থেকে ফিরে আবারও আক্রমণ করে দালি-সমাররা। ৭০ মিনিটে দলের পক্ষে চতুর্থ এবং ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সমার। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মরোক্কান নারীরা।
অপরদিকে শেষ ষোলোর আরেক ম্যাচে কাটালিনা উসমির একমাত্র গোলে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া। প্রথমবারের মতো কোয়ার্টারে টিকিট পাওয়া দলটি শেষ চারের আসন নিশ্চিতে মুখোমুখি হবে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।
টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোন গোল হজম না করেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বিরতি থেকে ফেরার মাত্র ছয় মিনিট পর দলকে ব্রেক থ্রু এনে দেন বিপজ্জনক হয়ে উঠা উসমে। প্রতিপক্ষের রক্ষণকে বারবার তছনছ করে দেয়া ওই তারকা ৫১ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দারুন ফিনিশিংয়ে এগিয়ে যায় কলম্বিয়া (১-০)। এই জয়ে আগামী শনিবার সিডনিতে সেমিফাইনালে উঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিন আমেরিকান দল কলম্বিয়া।