সোমবার নগরীর রয়েল মোড়ে সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরমের উদ্যোগে সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরী গণধর্ষণ, সিলেটের এম সি কলেজ হোস্টেলে নববধূ ধর্ষণসহ সারাদেশে লাগামহীনভাবে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে ‘প্রতিবাদী মানুষের বন্ধন’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহŸায়ক অজন্তা হালদার। ফাতিমা হুমায়রা সিলভীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা লুৎফুন নাহার নীলা, রেহেনা আক্তার, রোজী রহমান, সাকেরা বানু, শামীমা সুলতানা শীলু, রসু আক্তার, এ্যাড: কুদরত-ই-খুদা, এ্যাড: মোমিনুল ইসলাম, এ্যাড: তসলিমা খাতুন ছন্দা, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, মাহবুবুর রহমান খোকন, শাহ্ লায়েকুল্লাহ এ্যাড: জাহাঙ্গীর হোসেন, উজ্জ্বল কুন্ডু, সৈয়দ আলী হাকিম, কোহিনুর আক্তার কণা, জাহানারা আক্তারী, মেরিনা যুথী, আলমাস আরা, নুরুন্নহার হীরা, ইসরাত জাহান হীরা, মুনীর চৌধুরী সোহেল, আফজাল হোসেন রাজু, উত্তম কুমার রায়, আল আমিন শেখ, সালমা জাহান মনি প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত