ডেস্ক রিপোর্ট : নিজ দলের নারী সদস্যের সঙ্গে আপত্তিকর প্রস্তাব দিয়ে বিপদে পড়তে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার। ফোনালাপ ফাঁসের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নড়চড়ে বসেছে এনসিপি। ইতোমধ্যে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) এনসিপি থেকে পাঠানো নোটিশে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চাওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটিও করা হয়েছে এনসিপির পক্ষ থেকে।
সরোয়ার তুষারকে দেওয়া নোটিশে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন।
এমতাবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ (০৫) দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
পাশাপাশি, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক এতদ্বারা নির্দেশনা প্রদান করা হলো।
দলের যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশের কথা মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জানা গেছে।
এর আগে দলের এক নারী সহকর্মীকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ উঠে তুষারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত