জন্মভূমি ডেস্ক : খুলনায় নাশকতার দুই মামলায় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ৬৪ নেতাকমীকে খালাস প্রদান করা হয়েছে। সোমবার (২৬ জুন) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সরকার উচ্ছেদ, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ধ্বংস ও নাশকতা করার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা লোহার রড, বাঁশের লাঠি এবং ইটের টুকরো নিয়ে রওনা দেয় এ অভিযোগে অভিযোগে সোনাডাঙ্গা থানায় মামলা করে পুলিশ। সোনাডাঙ্গা থানার এস আই রহিত কুমার বিশ্বাস বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও দেড়শ’ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
২০১৯ সালের ২৯ জুলাই মামলাটির চার্জশিট দাখিল করেন সোনাডাঙ্গা থানার এস আই পল্লব কুমার সরকার। চার্জশিটে বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুসহ ৭০ জনকে আসামি করা হয়। মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ মামলাটি আমলে নেয় ২০১৯ সালের ১৪ অক্টোবর। ওই দিন মামলাটির বিচারকার্যের জন্য বিভাগীয় স্পেশাল জজ আদালতে পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার মামলাটির চার্জগঠন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত