
যশোর প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, যারা জ¦ালাও পোড়াও, ধ্বংসের ও নাশকতার রাজনীতি করে তাদের দেশের কোথাও ঠাঁই হবে না। তাদের যে কোন মূল্যে প্রতিরোধ করা হবে। তাদের রক্ষা পাবার কোন সুযোগ দেয়া হবে না। মঙ্গলবার বিকেলে যশোর দড়াটানা ভৈরব চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস ও বিএনপির আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সমৃদ্ধির পথকে যারা বাধাগ্রস্ত করবে, সেই সাম্প্রদায়িক, গণতন্ত্রবিরোধী শক্তিকে এ দেশে রাজনীতি করতে দেয়া হবে না। শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করছে। ফলে আমাদের পাহারা জোরদার করতে হবে। নজরদারি করতে হবে। যাতে নির্বাচনের আগে নাশকতা না হয়।
জেলা আওয়ামী লীগের সভাপত্বি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে সমাবেশ শুরুর আগে শহরের বিভিন্ন ইউনিট থেকে খন্ড-খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে যোগ দেয় নেতা-কর্মীরা।

