
ক্রীড়া প্রতিবেদক : ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে শেষ সিরিজ জয়ের দেখা পেয়েছিলো নিউজিল্যান্ড। এরপর টাইগারদের ঘরের মাটিতে জয়ের দেখা পায়নি কিউইরা। অন্যদিকে ২০১৩ সালে লাল-সবুজরা শেষ আতিথ্য দিয়েছিলো ব্লাক ক্যাপসদের। যেখানে তিন ম্যাচের সেই সিরিজটিতে কিউইদের ধবলধোলাই করেছিল টাইগাররা। এরপর কেটে গেছে দীর্ঘ দশ বছর। লম্বা এই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে আজ। মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। উত্তাপ ছড়ানোর অপেক্ষায় থাকা এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।
এই সিরিজে দুই দলের তারকা ক্রিকেটারকে বিশ্রামে দিয়ে বেঞ্চ এবং তরুণদের বাজিয়ে দেখছে লাল সবুজ জার্সিধারীরা ও ব্লাক ক্যাপসরা। তবে তাতে রঙ হারাচ্ছে না এই সিরিজ। কেননা বংলাদেশের কাছে এই সিরিজের গুরুত্ব অনেক। টাইগাররা এই সিরিজ দিয়েই চূড়ান্ত করবে বিশ্বকাপ স্কোয়াড। অনেকের জন্যই তাই এটা নিজেদের প্রমাণ করার শেষ মঞ্চ। তরুণদের সঙ্গে এই লড়াইয়ে আছেন সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটাররা।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে এই দুই দলের লড়াই। কিউইদের বিপক্ষে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন তামিম ইকবাল। এছাড়া দলে ফিরেছেন বিশ্রামে কথা বলে প্রায় ছয় মাস দল থেকে বাদ যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে পরীক্ষা চলমান থাকা সৌম্য সরকারও আছেন দলে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চাঁদ বোয়েস, উইল ইয়ং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, কাইল জেমিসন, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।