জন্মভূমি রিপোর্ট : সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, গান পাউডার ও বোমাতৈরীর উপকরণ উদ্ধার করেছে। এ সময় ৩জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, রোববার বেলা সোয়া ২টায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিউমাকের্ট গ্রীল হাউজ সংলগ্ন পিডিবি স্টাফ কোয়ার্টারের বাহরে প্রাচীরের সাথে মিলন কাজীর চায়ের দোকান সংলগ্ন মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে গোবরচাকা গাবতলার মোড়ের ভাজাওয়ালার গলির বাসিন্দা মোঃ ইব্রাহীম শেখ, খালিশপুরের নয়াবাটি এলাকার নাজমুল হোসেন বাবু ও আলমনগর চরেরহাট রেডের বাসিন্দা মোঃ রাসেলকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে একটি কালো রংয়ের ওয়ান শুটার গান, ১রাউন্ড পিস্তলের গুলি,পলিথিনে রক্ষিত ৪০০ গ্রাম গান পাউডার, ৪৫০ গ্রাম হলুদ রংয়ের মমছাল এবং ৯০০ গ্রাম পটাশ উদ্ধার করা হয়। এঘটনায় ওই দিন সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং ১৬।