
জন্মভূমি ডেস্ক : রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন পুরোপুরি নির্বাপণে আনতে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস বলছে, সারারাত উদ্ধার ও আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চলবে। ১২টি ইউনিট সম্মিলিতভাবে সারারাত কাজ করবে।
শনিবার (১৫ এপ্রিল) রাতে নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম। এসময় তিনি সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন, আগুন এখনো পুরোপুরি নির্বাপণ করা যায়নি। আমাদের ১২টি ইউনিট কাজ করছে। তবে এখন আর বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছি না।
মার্কেটের ভেতরের পরিস্থিতি সম্পর্কে বলেন, মার্কেটের ভেতরের সবগুলো দোকানের সাটার আটকানো ছিল। ফলে দোকানের ভেতরের কাপড় বা ফেব্রিক্স এখন মোল্ডারিং অ্যাফেক্ট হচ্ছে, অর্থাৎ, তুষের আগুনের মতো কাপড়গুলো জ্বলছে। তাই আমরা প্রতিটি দোকানের সাটার খুলে খুলে পরীক্ষা করছি এবং পানি দিয়ে আগুন নির্বাপণ করছি। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, যেহেতু আমরা একটি একটি করে দোকান পরীক্ষা করছি, তাই আগুন পুরোপুরি নির্বাপণ করতে সময় লাগবে।
এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। র্যাব, পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবশেষ সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
এর আগে ৪ এপ্রিল রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারেও ভয়াবহ আগুন লাগে। তখন আগুনে চার-পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয় কোটি কোটি টাকার। পথে বসেন হাজারো ব্যবসায়ী।
॥ ব্রিজ ভাঙার কাজ থেকে আগুনের সূত্রপাত ॥
রাজধানীর নিউ সুপার মার্কেটের মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ বলেছেন, সিটি করপোরেশনের লোক রাত ৩টার দিকে ব্রিজ ভাঙার কাজ করছিল। ব্রিজের ওখানে আমাদের কারেন্টের লাইন আছে সেটা তারা খেয়াল করেনি। ওই লাইনের ওপর বুলডোজার চালানোর সময়ই আগুনের সূত্রপাত হয়। তারা কোনো পরিকল্পনা না করে এই ব্রিজ ভাঙার কারণে আজ এ দশা হয়েছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে। তিনি বলেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ফায়ারের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, নিরাপত্তার স্বার্থে আগুন নির্বাপণের তথ্য জানাতে দেরি হয়েছে।
॥ অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা ॥
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর নিউমার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও আগুনের কারণে শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে আশেপাশের চাঁদনি চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায়। তবে এখনও আগুন নেভেনি। পুরোপুরি আগুন নেভাতে আরও কিছু সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা।
॥ মার্কেটটিকে ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছিল ৭ বছর আগে ॥
শনিবার (১৫ এপ্রিল) ভোরে অগ্নিকাণ্ডের শিকার নিউ সুপার মার্কেটের ভবনটিকে ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করা হয়েছিল ২০১৬ সালে। সেখানে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য জানান।
রাজধানীর নিউমার্কেটের পেছনের দিকে নিউ সুপার মার্কেটে আজ ভোরে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। আগুন ও মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও পুলিশ।
এদিকে, আগুনের খবর শুনের নিউমার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে এসেই কান্না করছেন তারা। তাদের আহাজারিতে এখন ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ বলেন, আগুন লাগার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগেই, গত ৪ এপ্রিল ভোর ৬টার দিকে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর বঙ্গবাজার।
॥ নাশকতার কোনো আলামত পুলিশ পায়নি ॥
রাজধানীর নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে নাশকতার কোনো আলামত পুলিশ পায়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ডিএমপি কমিশনার আরও বলেন, এটা নিছক দুর্ঘটনা। এখন পর্যন্ত এই আগুনের ঘটনায় কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি। তিনি জানান, ঢাকায় যেসব বিপণিবিতান রয়েছে সেসব মার্কেটের সামনে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।
এর আগে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এটি নাশকতা কি না সেটি খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
॥ ব্যবসায়ীদের আহাজারি ॥
ঈদের আগে নিউ সুপার মার্কেটের দোকানগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকে। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় দোকানগুলোয় ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। অনেক দোকান দিবাগত রাত সাড়ে তিনটা পর্যন্ত দোকান খোলাও ছিল।
আগুনে ক্ষতিগ্রস্ত অন্তত ১৫ জন ব্যবসায়ী বলেছেন, রাত তিনটা থেকে চারটার মধ্যে দোকান বন্ধ করে বাসায় গিয়ে সাহ্রি খেয়ে নামাজ আদায় শেষে ঘুমিয়ে পড়েছিলেন। এর কিছুক্ষণ পর মুঠোফোনে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগার খবর পান।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হুমায়ুন কবির। নিউ সুপার মার্কেটের তৃতীয় ও চতুর্থ তলায় তাঁর চারটি দোকান। দোকানে এক কোটি টাকার বেশি মালামাল ছিল বলে জানান তিনি। বললেন, কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে আর ভেতরে যেতে সাহস পাননি। অসহায় হয়ে আগুনে মালামাল পুড়তে দেখেন।
ঈদের আগে দোকান পুড়ে যাওয়ার পর আবু রনি গার্মেন্টস দোকানের মালিক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘সারা বছর আমাদের দোকানে কোনো বিক্রি সেভাবে হয় না। এই ঈদের আগে রমজান মাসে বিক্রি হয় বেশি। বেচাকেনা জমে উঠল। আশায় ছিলাম, করোনায় যা লোকসান, তা এবার পুষিয়ে নেব। কিন্তু গভীর রাতে বাড়ি ফেরার পর আগুনে পুড়ে গেছে আমার সব স্বপ্ন।’
এক যুগের বেশি সময় ধরে ঢাকার নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকানে কর্মচারী হিসেবে কাজ করেছেন মো. রাব্বি ও মো. পলাশ নামের দুই বন্ধু। তাঁদের স্বপ্ন ছিল, একদিন নিউমার্কেট এলাকায় দোকানের মালিক হবেন। মাত্র চার মাস আগে আলহামদুলিল্লাহ গার্মেন্টস নাম দিয়ে একটি দোকান ভাড়া নেন রাব্বি ও পলাশ।
গতকাল দিবাগত রাত চারটার সময় দোকান বন্ধ করে বাসায় যান দুই বন্ধু। সাহ্রি শেষে ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আগুনের খবর শোনেন। আগুনে নিজেদের হাতে গড়া দোকান পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন দুই বন্ধু।
রাব্বি প্রথম আলোকে বলেন, ‘গরিবের পোলা আমি। অনেক কষ্ট করে দুই বন্ধু মিলে দোকান দিয়েছি। কিন্তু আগুন আমাদের সবকিছু শেষ করে দিল। এখন ক্যামনে আমরা ঘুরে দাঁড়াব?’ রাব্বি ও পলাশ জানান, ঈদের আগে চার লাখ টাকার মালামাল কিনে দোকানে রেখেছিলেন।
॥ পদচারী-সেতু ভাঙা নিয়ে ক্ষোভ ॥
ঢাকার নিউমার্কেট এলাকার ৪ নম্বর গেটের সামনের পদচারী-সেতু ব্যবহার করে ঢাকার নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় ঢুকতে হয়। আগুনে ক্ষতিগ্রস্ত অন্তত ২০ জন ব্যবসায়ী বললেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় সিটি করপোরেশনের লোকজন সাত দিন আগে পদচারী-সেতুটি ভাঙার উদ্যোগ নেয়। ঈদের আগে সেতুটি ভাঙতে নিষেধ করেন ব্যবসায়ীরা। কারণ, ঈদের আগে এটি ভেঙে ফেলা হলে ক্রেতাদের অনেকের আসতে সমস্যা হবে।
আগুনে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়া ব্যবসায়ী মাহাবুব শেখ বলেন, ‘আমরা বারবার বলেছি, ঈদের আগে এই ফুটওভার ব্রিজটি যেন ভেঙে না ফেলা হয়। কিন্তু আজ শুনছি, রাতে নাকি ফুটওভার ব্রিজটি ভাঙার কাজ শুরু করেছিল সিটি করপোরেশনের লোকজন।’ আরেক ব্যবসায়ী মাসুমও বলেন, ঈদের আগে কেন এই ফুটওভার ব্রিজটি ভাঙতে হবে।