ক্রীড়া প্রতিবেদক : ৩৬ রানে ছিল না ৩ উইকেট। টস জিতে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে পড়েছিল নিউজিল্যান্ড। সেই বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন হেনরি নিকোলস আর টম ব্লান্ডেল।
চতুর্থ উইকেটে ১১১ বলে ৯৫ রানের জুটি গড়েন তারা। অবশেষে এই জুটিটি ভেঙেছেন অভিষিক্ত পেসার খালেদ আহমেদ। নিকোলসকে হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরিয়েছেন তিনি।
৬১ বলে ৬ বাউন্ডারিতে ৪৯ করে খালেদকে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়েছেন নিকোলস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৫১ রান। ব্লান্ডেল ৬২ আর রাচিন রাবিন্দ্রা ৯ রানে অপরাজিত আছেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের আজ দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে টস জিতেছেন কিউই অধিনায়ক লুকি ফার্গুসন। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। পাওয়ার প্লতে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে ধুকতে থাকে কিউইরা। সেখান থেকে নিকোলস-ব্লান্ডেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে ২৭তম ওভারে এ জুটি ভেঙে স্বস্তিতে ফিরে টাইগাররা।
আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন উইল ইয়ং এবং ফিন অ্যালেন। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা দু’জন।ভালো শুরুর পরে মুস্তাফিজুরের জোড়া আঘাতে দ্রুত উইকেট হারিয়ে অনেকটা বিপর্যয়ে পড়েছে তারা।
দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান উইল ইয়াং। এরপর ব্যাটিংয়ে নামেন চ্যাড বোয়েস। এদিকে আজ শুরু থেকেই মারমুখী ছিলেন এলেন। তবে খুব বেশিদূর এগোতে পারেননি তিনি।
মুস্তাফিজের করা ম্যাচের সপ্তম ওভারের প্রথম বলেই স্লিপে সৌম্য সরকারের ক্যাচ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি, আউট হওয়ার আগে ১৫ বল খেলে ২ চারে করেছেন ১২ রান। এরপর বাইশ গজে আসেন টম ব্লান্ডেল। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছিলেন হেনরি নিকোলস। দুজন মিলে ৯৫ রানের জুটি গড়েন। তবে দলীয় ১৩১ রানে নিকোলসকে ফিরিয়ে এই জুটি ভাঙে খালেদ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত