জন্মভূমি ডেস্ক : অর্থ সংকটে ভুগছেন সাড়া জাগানো ‘দ্য কাশ্মির ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার ব্যাংকে টাকা নেই। একেবারে খালি। হাতও ফাঁকা। সব নতুন ছবির জন্য কাজে লাগিয়ে ফেলেছেন।
বিবেক বলেন, ‘দ্য কাশ্মির ফাইলস’ ছবির সাফল্যের পর যারা ভেবেছিলেন আমি কোটিপতি হয়ে গিয়েছি, তারা সত্যিটা জানেন না।’
তিনি আরও বলেন, ছবির সাফল্যে আমি আপ্লুত। তবে এই ছবি থেকে প্রযোজনা প্রতিষ্ঠান জি-এর ঘরে অনেক টাকা ঢুকতে পারে। কিন্তু আমার ব্যাংক খালি। যা টাকা রোজগার করেছিলাম, তা নতুন ছবিতে লাগিয়ে দিয়েছি। তাই আপাতত আমার কাছে কোনো টাকা নেই। আমি দেউলিয়া।’
‘দ্য কাশ্মির ফাইলস’ ছবি তৈরি করে ভারতে তোলপাড় ফেলে দিয়েছিলেন বিবেক অগ্নিহোত্রী। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল এই ছবি। তবে শুধু ব্যবসা নয়, সমালোচকদের কাছ থেকেই দারুণ প্রশংসা কুড়িয়েছিল এটি। পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়। তারপর থেকেই চর্চায় ছিলেন তিনি।
এদি বিবেকের নতুন ছবির নাম জানতে আগ্রহী ছিলেন দর্শক। আলোচনা চলছিল বলিউডেও। সব গুঞ্জনের ইতি দিয়ে এবার তিনি নিজেই সমাজমাধ্যমে জানান, তার নতুন ছবির নাম— ভ্যাকসিন ওয়ার। সঙ্গে প্রকাশ্যে এনেছিলেন পোস্টারও।