জন্মভূমি ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
স্থানীয় সময় বুধবার ফেডারেল আদালতে এই মামলা করেন তিনি। সাবেক পর্ন তারকাকে ঘুস দেওয়া মামলায় গত মাসে ম্যানহাটনের গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দেন কোহেন। যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ শুরু থেকেই অস্বীকার করছেন।
অভিযোগে বলা হয়েছে, সবার সামনে তথ্য প্রকাশ করে ট্রাম্পের সঙ্গে থাকা চুক্তির লঙ্ঘন করেছেন মাইকেল কোহেন। এ ছাড়া ট্রাম্প সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোরও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
দক্ষিণ ফ্লোরিডার জেলা আদালতে দায়ের করা অভিযোগে ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিটো লিখেছেন, বিবাদীর অন্যায় আচরণে ট্রাম্প খ্যাতির দিক থেকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।