জন্মভূমি রিপোর্ট : শনিবার ভোর রাত থেকে দিনের বিভিন্ন সময় এবং সন্ধ্যার পরেও খুলনায় থেমে-থেমে গুড়ি গুড়ি বর্ষণ হয়েছে। কোনো হাক-ডাক ছাড়াই আকাশে মেঘ ভাসছিল। সারাদিনে সূর্যের দেখা মেলেনি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে মেঘ-বৃষ্টি পরিস্থিতি চলছিল বলে আবহাওয়া অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন।
সূত্র জানান, সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দুই দশমিক দু’ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। যার ধরণ ছিল হালকা মানের। সকাল ১০ টার দিকে মংলা ও পায়রা বন্দর থেকে ১১শ’৪০ কিলোমিটার দূরে নিম্নচাপটি অবস্থান করছিল। যদিও সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই দুই সমুদ্র বন্দরের জন্য ১ নং দূরবর্তী সতর্ক সংকেত বলবৎ ছিল। রাতে নিম্নচাপটি শক্তি হারিয়ে আরও দুর্বলতর অবস্থায় পৌছানোর সম্ভাবনা ছিল বলে সূত্রটি জানিয়েছিলেন।
গতকাল খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল-১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২২ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবীদ মোঃ মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি দৈনিক জন্মভূমিকে বলেন, রোববার ভোর ৬ টা ৩৯ মিনিটে সূর্যদয় এবং সন্ধ্যা ৫ টা ২৩ মিনিটে সূর্যাস্তের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাব কেটে গেলেই আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে।
নিম্নচাপের প্রভাবে খুলনায় গুড়ি-গুড়ি বৃষ্টি
Leave a comment