জন্মভূমি ডেস্ক : ঢাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন হিরো আলম। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তিনি।
সোমবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার কাছের লোক মহন নামের ব্যক্তি। তিনি বলেন, হিরো আলম নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে খুব অসুস্থ হয়ে গিয়েছেন।
এর আগে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন হিরো আলম। তিনি দাবি করেন, তার ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। গত ১ ফেব্রুয়ারি বগুড়া সদর ও বগুড়া-৪ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত