ডেস্ক রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন আয়োজনে নির্বাচনি কর্মকর্তাদের প্রতি ইসি’র কোনো বেআইনি নির্দেশনা কিংবা চাপ থাকবে না।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা, থানা ও সমমানের নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজন করে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ আমন্ত্রিত অতিথিরা। আগামী জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন বক্তারা।
তিনি বলেন, এদেশে কাজ করা খুব চ্যালেঞ্জের কারণ পদে পদে স্বার্থান্বেষী মহলের প্রভাব। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ঐতিহাসিক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার সম্পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের প্রতি। নিরপেক্ষতা নিয়ে কাজ করা আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনে নির্বাচনি কর্মকর্তাদের প্রতি ইসির কোনো বেআইনি নির্দেশনা কিংবা চাপ থাকবে না। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জাতির কাছে ওয়াদাবদ্ধ নির্বাচন কমিশন।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিবিড়ভাবে খেয়াল করেন, দশ মাস ১০ দিনের এই কমিশন শক্ত সমর্থ মেরুদণ্ড নিয়েই কাজ করছে। কাজেই এই কমিশনের মেরুদণ্ড যদি শক্ত না হয়, কোনো কমিশনের মেরুদণ্ড কেমন হবে আমি জানি না। কমিশন কারো প্রতি অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে কাজ করে নাই, করবে না।
মালয়েশিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভার অভিজ্ঞতা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, অনেকেই বলছেন ৭০ শতাংশের মতো ভোট পড়তে পারে।
নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, জেন্ডারবান্ধব নির্বাচন করব। নারীদের আমরা গুরুত্ব দেব। কেননা, ওই একদিনই কেবল নারীরা বিশেষ গুরুত্ব পায়। সমান অধিকার পায়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা ইসির ওপর আমানত। ইহকাল, পরকালে জবাবদিহিতা আছে। ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত