সাতক্ষীরা প্রতিনিধি : সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. সুলতানা কামাল বলেছেন, সচেতন নাগরিক হিসেবে চাইবো নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। তাহলে সত্যিকার অর্থে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। নমিনেশন জমা দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যেতে হবে। নমিনেশন জমা দেওয়ায় ক্ষেত্রে কোন গোলমাল থাকলে মানুষ তার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে না। আমাদের না ভোটের একটি আবেদন ছিলো সেটি গৃহীত হয়নি। তারপরও নির্বাচনের পরিবেশ তৈরী করতে হবে। সংঘাত বন্ধ করতে হবে। সংঘাত কখনো সাধারণ মানুষ করে না। যে কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সংঘাত সৃষ্টি করে। আপনারা যারা নিজেদের জনপ্রতিনিধি হিসেবে দাবী করেন, তারা সংঘাত বন্ধ করুন।
আগামী নির্বাচনে বড় দলগুলোর দ্বিমুখী অবস্থান ও তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারেই সবকিছুর সমাধান তা নয়। আমিও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলাম। স্বাধীনভাবে কাজ না করতে দিলে কোনো কিছুই সম্ভব না। নির্বাচন কমিশনকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
গত রোববার সন্ধ্যায় সাতক্ষীরা এলজিইডি মিলনায়তনে সাতক্ষীরায় মানবাধিকার পরিস্থিতি ও করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহবায়ক এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, এডভোকেট আজাদ হোসেন বেলাল, প্রফেসর ড. দিলারা বেগম, মাধব চন্দ্র দত্ত, এড. শাহানারা পারভীন মিলি প্রমুখ। সভায় সাতক্ষীরা জেলার মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত