
ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের একজন সংগঠক। গতকাল (রোববার, ২৮ ডিসেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে মনজিলা সুলতানা ঝুমা লেখেন, প্রাথমিকভাবে এনসিপি দেশের ১২৫টি সংসদীয় আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এর অংশ হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে দলের পক্ষ থেকে মনোনীত করা হয়েছিল। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন।
তিনি লেখেন, সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন নির্ধারিত থাকলেও’ এর আগেই তিনি তার সিদ্ধান্ত দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে অবহিত করেছেন।
নির্বাচনে অংশ নেয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মনজিলা ঝুমা লেখেন, আমি অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না।
তবে রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি লেখেন, আমি বিশ্বাস করি, তরুণরা সংসদে যাবে—আজ নয়তো কাল।
এরই মধ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে এনসিপি। বিষয়টি জানাতে ২৮ ডিসেম্বর রাতে রাজধানীর বাংলামটরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, দলের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বৃহত্তর ঐক্যের জন্য এই জোট গঠন হয়েছে।
একাধিক নেতার পদত্যাগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তাদের সঙ্গে আবার আলোচনা করব; বোঝানোর চেষ্টা করব।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত