সাতক্ষীরা প্রতিনিধি।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ম্যাজিষ্ট্রেট ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করছে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কাজী আশিকুর রহমান জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনমনে আস্থা বৃদ্ধি, অনাকাঙ্খিত ঘটনা ও যে কোন প্রকার নাশকতা প্রতিরোধকল্পে দিবা-রাত্রি টহল পরিচালনা করছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য এককভাবে বিজিবি এবং ক্ষেত্রবিশেষে পুলিশ ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে গুরুত্বপূর্ণ সড়ক, শহর এলাকা ও রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ী থামিয়ে তল্লাশী করা হচ্ছে। উল্লেখ্য সীমান্তে নিরাপত্তা রক্ষা করা ও অবৈধ অনুপ্রবেশরোধে সার্বক্ষনিক বিজিবি টহল পরিচালনা করা হচ্ছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে।ভ
ভিডিও : https://www.facebook.com/share/v/1Bz5CRuBzB/
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত