যশোর অফিস : যশোরের খোলাডাঙ্গায় জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যা মামলার বাদিসহ বেশ কয়েকজের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহ ধরে বেশ কয়েকজনের বাড়িতে হামলা ও মোবাইল ফোনে নানা ভাবে হুমকি দিয়া হচ্ছে। গত রোববার রাতেও গাজী বাজার কমিটির নেতা আব্দার রহমানের বাড়িতে বোমা হামলা করা হয়েছে।
নিহত সজলের ভাই আজাহারুল ইসলামের দাবি তার ভাইকে হত্যার পর গত ৫ নভেম্বর কোতয়ালি থানায় তিনি একটি মামলা করেন। মামলা হওয়ার পর আসামির পক্ষীয়রা নানা ভাবে হুমকি দিয়ে আসছে। গত ৫ ডিসেম্বর বিকেলে তার মোবাইল নম্বরে কল দিয়ে মামলা প্রত্যাহার করে নেয়ার হুমকি দেয়া হয়। এছাড়া তার পরিচিত স্বজন রুবেল, সুজন ফকরুল, পরাগ ও শান্তর কাছে ফোন দিয়ে মামলা তুলে নেয়ার জন্য বলে। গত ৬ ডিসেম্বর রাতে তার বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। বোমার স্পিলিন্টার গুলো জানালা ভেদ করে ঘরের মধ্যে পড়ে। অবশ্য সে সময় ঘরে কেউ না থানায় কোন হতাহত হয়নি।
গাজীর বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির নেতা আব্দার রহমান জানিয়েছেন, গত রোববার সন্ধ্যা থেকে কোতয়ালি থানায় ছিলেন তিনটিবাড়িতে বোমা হামলার বিষয়ে কথা বলার জন্য। বাড়ি ফিরে রাত ১২টার দিকে খাবার খাওয়ার সময় একটি বোমা তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়। বোমার বিটক শব্দে কেঁপে উঠে আশেপাশের লোকজন। বাড়ির লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তিনি দেখার চেষ্টা করলে দুর্বৃত্ত্বরা দ্রুত চলে যায়।
তিনি বলেছেন, সজল হত্যা মামলা হওয়ার পর একেরপর এক বোমা হামলার ঘটনা ঘঠছে। এতে তিনিসহ অনেক পরিবারের লোকজন প্রাণনাশের আশাংকায় রয়েছেন।