প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ১১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২২, ৪:১৩ এ.এম
নীরবতা ~~ সুরাইয়া সাথী~~
![]()
নীরবতা কথা বলে, নীরবে বলে
নির্ভৃতে যতনে রেখে নীরবে চলে।
এমন নীরবতায় কোন অসাধ্য
সাধন হয় কি কখনো?
নীরবতা কথা বলতে শিখো
অল্প ভাষী মেয়েটি যখন বলে,
নীরব মানে নীরবতা কি মিল তাই না?
কেমনে হবে তার সাথে পথ চলা!
নীরবতা কথা বলে, নীরবে বলে
ফোর জি তে এসে, যদি টু জি হয়।
এটা তো চিন্তার বিষয়!
তাই নয় কি নীরবতা,প্রশ্ন রয়ে যায় আনমনা?
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া