বিজ্ঞপ্তি : বিরোধীদলের নেতাদের কারাগারে বন্দী রেখে নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় বলে মন্তব্য করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার মহানগর বিএনপি অঙ্গ দলের ১০ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিবৃতিতে তারা এসব কথা বলেন।
প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মিথ্যা মামলা দিয়ে সরকার বিরোধি দলীয় নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়, এই প্রক্রিয়া শুরু হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার মাধ্যমে। কিন্তু তাদের সেই আশায় গুড়ে বালি, দেশের মানুষ জেগে উঠেছে। নেতাদের কারাগারে রেখে জনগণের আন্দোলন দমানো যাবে না। সরকারের অপকর্ম সারা বিশ্ব জানে। কর্তৃত্ববাদী সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে আইন-কানুন, নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও দলীয় গুন্ডাবাহিনীর হামলা, বানোয়াট মামলায় গ্রেপ্তার, বিরোধী দলের নেতা-কর্মীদের ফাঁসাতে এমন কোনো কাজ নেই যা সরকার করছে না। অবিলম্বে কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।