
জন্মভূমি ডেস্ক : নেত্রকোনায় ঝড়ে হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে কলমাকান্দার সোনাডুবি হাওর ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নৌকা ডুবির আশপাশের এলাকা থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে রবিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝড়ে জেলার কলমাকান্দার সোনাডুবি ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে আব্দুল কুদ্দুস (৩৮) ও অনিল চন্দ্র দাস (৪৫) নামে দুই জেলে নিখোঁজ হন। সোমবার সকালে আব্দুল কুদ্দুসের লাশ হাওরে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজ অনিল চন্দ্র দাসের খোঁজে সন্ধান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থলের আশপাশে অনিলের মরদেহ ভেসে উঠে।
এদিকে, মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নৌকা ডুবে নিখোঁজ জেলে দুলাল তালুকদারের (৬০) লাশ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিষয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান বলেন, অনিল চন্দ্র দাসের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা। তাই এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।